08/30/2025 ইয়েমেনে ইসরায়েলি হামলা, হুতি প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তা নিহত
মুনা নিউজ ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ১৯:০৩
ইসরাইলের বিমান হামলায় ইয়েমেনের হাউছি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এই হামলা চালানো হয়।
আডেন আল-গাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আল-রাহাভির সাথে তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। এটি ছিল সানার বাইরে হাউছি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে চালানো পৃথক আরেকটি হামলা। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং হাউছি নেতা আবদুল মালিক আল-হাউছির ভাষণ শোনার কথা ছিল।
হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী আল-রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.