08/31/2025 ট্রাম্পের বেশিরভাগ আন্তর্জাতিক শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়
মুনা নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৯:৪৩
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।
শুক্রবার দেওয়া এই রায়ে বলা হয়, ট্রাম্প জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এসব শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে এ ক্ষমতা দেয় না। শুল্ক আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে।
রায়ের ফলে ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপ করা ১০ শতাংশ ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ এবং কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্ক বাতিল হতে পারে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের মতো কিছু ব্যবস্থা বহাল থাকবে, কারণ সেগুলো অন্য ক্ষমতার ভিত্তিতে আরোপ করা হয়েছিল।
আদালত রায় কার্যকর হওয়ার তারিখ ১৪ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে, যাতে হোয়াইট হাউস চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারে।
এদিকে রায়কে ট্রাম্প রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যদি এই সিদ্ধান্ত বহাল থাকে, তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে।
আইনজীবীরা সতর্ক করে বলেছেন, শুল্ক বাতিল হলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিশ্লেষকরা বলছেন, বিষয়টি এখন প্রায় নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ট্রাম্পের নিয়োগ করা তিনজনসহ মোট ছয়জন রিপাবলিকান বিচারপতি রয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.