09/01/2025 গ্লোবাল পিস ইনডেক্সে ১২৩তম বাংলাদেশ, শীর্ষস্থানে আইসল্যান্ড
মুনা নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ২১:৩১
গ্লোবাল পিস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান ১২৩তম।
ইকোনমিকস অ্যান্ড পিস ইনস্টিটিউট (আইইপি) দ্বারা প্রকাশিত এই ইনডেক্স ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে মূল্যায়ন করে, যার মধ্যে রয়েছে সমাজিক নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘর্ষ, এবং সামরিকীকরণের মাত্রা।
আইসল্যান্ড ২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্সে শীর্ষে অবস্থান অর্জন করেছে, এছাড়া এটি বিশ্ব সুখী দেশগুলোর তালিকায়ও তৃতীয় অবস্থানে রয়েছে এবং উত্তর গোলার্ধের সবচেয়ে কাঙ্ক্ষিত ভ্রমণ গন্তব্যগুলোর একটি।
আইসল্যান্ডের পরে রয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা রয়েছে ৪৬তম অবস্থানে। অন্যদিকে, ব্রাজিলের অবস্থান ১৩০তম।
তবে, এই লিস্টে সর্বশেষ অবস্থানে রয়েছে রাশিয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অবস্থান ১২৮তম।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.