09/03/2025 ভয়েস অব আমেরিকার ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
মুনা নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ১৮:৪৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকার ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরেই হোয়াট হাউজ প্রতিষ্ঠানটিকে উগ্রপন্থী হিসেবে আখ্যা দিয়ে আসছিল। এবার প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত করার উদ্দেশেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।
ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এই সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অপপ্রচারের বিরুদ্ধে কাজ করতে প্রতিষ্ঠা হয়েছিল ভয়েস অব আমেরিকা। এবং এটি বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে কাজ করছে।
এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া বলছে, সর্বমোট ৫৩২ জনকে চাকরিচ্যুত করা হবে। এরপর আর মাত্র ১০৮ জন অবশিষ্ট থাকবে।
এর আগে, চলতি বছরের জুনে লেক ৬৩৯ জনকে চাকরিচ্যুত করার কথা জানালেও নথিগত ত্রুটির জন্য তা সম্ভব হয়নি। এরপর কিছু কর্মী এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলাও করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.