09/02/2025 গণভোটে পিআর না টিকলে জামায়াতের আপত্তি নেই: গোলাম পরওয়ার
মুনা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৮
গণভোটে পিআর না টিকলে আপত্তি নেই জামায়াতের। আর টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গণভোটে পিআর না টিকলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপত্তি নেই। আর টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’
এসময় তিনি প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেন, ‘পিআর ইস্যুতে সব দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ করুন।’ কোনো সাজানো পাতানো নির্বাচন হলে জনগণ মেনে নিবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
কোনো রাজনৈতিক দলের চাপ অনুভব করলে সেটি গণভোটের জন্য ছেড়ে দেয়ার তাগিদ দেন তিনি। বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।’
একটি জরিপের ফল তুলে ধরে তিনি বলেন, ‘দেশের ৭১ ভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।’ এসময় বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে যারাই ক্ষমতায় আসবে তারাই স্বৈরাচার হয়ে উঠবে বলেও জানান তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.