09/02/2025 এসসিও সম্মেলনে একই মঞ্চে মোদি-পুতিন-শি, যুক্তরাষ্ট্রকে চীনের চ্যালেঞ্জ
মুনা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৫ ২১:১১
বিশ্বকে নতুন করে গড়তে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের এসসিও সম্মেলনে সে বিষয়েই আলোচনা করেছেন এ তিন নেতা। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করতে চান চীনা প্রেসিডেন্ট। যদিও ঠাণ্ডা যুদ্ধের মানসিকতা থেকে আঞ্চলিক নেতাদের ফিরে আসার আহ্বান জানান তিনি। এদিকে সাইডলাইনে বৈঠক করেছেন পুতিন ও নরেন্দ্র মোদি। সেখানে মোদিকে বন্ধু বলে সম্মোধন করেছেন পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্কযুদ্ধ ও সহায়তা বন্ধের নীতিতে হাঁটছেন তখন বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এবার তারই উদ্যোগে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও সম্মেলন।
যেখানে অংশ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ ২০ টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। রয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসসহ আরও অন্তত ১০ সংস্থার প্রধান।
সম্মেলনের দ্বিতীয় দিনে একমঞ্চে দেখা গেলো ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি ও শি জিনপিংকে। একাধিক বিশ্ব নেতাকে এড়িয়ে বেশ খোশমেজাজে আলাপ করতে দেখা যায় এই তিন নেতাকে। পুতিন ও শি'এর সঙ্গে মাঝেমধ্যেই অট্টহাসিতে মাতেন মোদি। যদিও সেসময় তারা কি নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি।
সম্মেলনে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা চালুর আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশালাকার বাজারকে কাজে লাগাতে হবে। এসসিও সদস্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে জ্বালানি, শক্তি ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। প্রযুক্তিগত উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে।
এসসিও সদস্যদেশগুলোকে চলতি বছর ২ বিলিয়ন ইউয়ান ও সামনের বছর ১০ বিলিয়ন ইউয়ান ঋণ সহায়তার ঘোষণা দেন জিনপিং।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপস্থিতিতেই ভারতের পেহেলগাম কাণ্ডের নিন্দা জানান এসসিও সদস্যরা। একে ভারতের পক্ষে বড় বিজয় দেখছে নয়াদিল্লি।
ইউক্রেন সংঘাত বন্ধে শান্তির পথে এগুচ্ছে রাশিয়া। সম্মেলনে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংকট সমাধানে চীন ও ভারতের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সংকট মোকাবিলায় এগিয়ে আসায় চীন ও ভারতসহ অংশীদার দেশগুলোকে অনেক ধন্যবাদ। সম্প্রতি আলাস্কা ও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। সে বিষয়ে ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে।
আজ সাইডলাইনে বৈঠক হওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরইমধ্যে সম্মেলন শেষে এক গাড়িতে রওনা দিয়েছেন পুতিন ও মোদি। সেই ছবি টুইটারে পোস্ট করেছেন মোদি নিজেই।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.