09/07/2025 পুতিনের প্রস্তাবকে "অগ্রহণযোগ্য" বলে প্রত্যাখ্যান করল ইউক্রেন
মুনা নিউজ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। পুতিন প্রস্তাব দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মস্কোতে এসে শান্তি আলোচনা করতে পারেন।
বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন এ প্রস্তাব দেন। তবে ইউক্রেন জানিয়েছে, কমপক্ষে সাতটি দেশ ইতোমধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও তুরস্কও রয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা এক্স–এ (সাবেক টুইটার) লিখেছেন, এগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত।
তবে তিনি অভিযোগ করেন, পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। তাই রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানো জরুরি।
এর আগে পুতিন জানিয়েছেন, আলোচনার চূড়ান্ত পর্যায়ে গেলে তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি। তবে বৈঠকটি যেন সঠিকভাবে প্রস্তুত হয় এবং ইতিবাচক ফল বয়ে আনে, সেটাই শর্ত।
একইসঙ্গে পুতিন আবার প্রশ্ন তুলেছেন, জেলেনস্কি এখন আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট না। তার মতে, জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছর শেষ হয়েছে, কিন্তু সামরিক আইন থাকায় নির্বাচন হয়নি।
রাশিয়ার শর্ত অনুযায়ী, স্থায়ী শান্তির জন্য ইউক্রেনকে নতুন সীমান্ত মেনে নিতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা পরিত্যাগ করতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.