09/07/2025 ডব্লিউটিওর অর্থায়ন বন্ধ করল হোয়াইট হাউস, ওয়েবসাইট থেকে বাদ দিল বিশ্ব বাণিজ্য সংস্থাকে
মুনা নিউজ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৫
গত শুক্রবার ঘোষিত ৪৯০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা কর্তনের তালিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) বাদ দিয়েছে হোয়াইট হাউস। এই পদক্ষেপের ফলে আইনপ্রণেতা, ব্যবসায়ী সংগঠন এবং বৈশ্বির বাণিজ্য সংস্থার প্রধানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বলেছেন, প্রশাসনের একতরফাভাবে এই অর্থ কর্তন অবৈধ। কারণ কংগ্রেস ইতিমধ্যেই এই অর্থ বরাদ্দ দিয়েছে। বাণিজ্য সংস্থাগুলোর মতে, ডব্লিউটিওর অর্থায়ন বন্ধ করা হলে চীনের কাছে আধিপত্য খোয়াতে হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালা মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই সমস্যা সমাধানে তিনি বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রধান জেমিসন গ্রিয়ার এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
গত শুক্রবারের ওই ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থায় আন্তর্জাতিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ২ কোটি ৯০ লাখ অর্থ সহায়তা প্রদানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আমেরিকান ফাস্ট নীতির পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন ডব্লিউটিওকে “দন্তহীন” বলে মন্তব্য করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে ডব্লিউটিওর তথ্য সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত একটি বাণিজ্য সূত্র জানিয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার আর কোনো তহবিল কর্তন করা হবে না। এর বাইরে তিনি আর কোনো তথ্য দেননি।
এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, বাণিজ্য প্রতিনিধি অফিস এবং বিশ্ব বাণিজ্য সংস্থ। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি আমেরিকাকে আবারও মহান হিসেবে গড়ে তুলবেন। তার আলোকে বিদেশে সহায়তা বন্ধ এবং অভ্যন্তরীণ বিষয়কে গুরুত্ব দেয়ার জন্য গত শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার অর্থ কাটছাঁট করা হয়েছে।
ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রশাসন বহু বছর ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার সমালোচনা করে আসছে। কারণ এটি বাণিজ্য সংঘাতের নিষ্পত্তি করতে বা বৈশ্বিক বাণিজ্যের মানদণ্ডে অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.