09/07/2025 এটি আমাদের অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে : পাকিস্তান
মুনা নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০
জাতিসংঘের শরণার্থী প্রধান পাকিস্তান থেকে আফগানদের গণ-বিতাড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে শুক্রবার পাকিস্তান সরকার বলেছে, ‘আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’ খবর এএফপির।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোনো কাগজপত্র ছাড়াই যে কোনো লোকের পাকিস্তান ছেড়ে চলে যাওয়া উচিত। পাকিস্তান এটাই করছে এবং ইউরোপ এবং অন্যান্য দেশসহ অন্য কোনো দেশ কী করবে? এটি আমাদের ‘অঞ্চল, আমরাই সিদ্ধান্ত নেব কে থাকবে।’
পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ নিহত হওয়ায় দেশটি বিপর্যস্ত। এমন সময় জাতিসংঘ পাকিস্তানকে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযান স্থগিত করতে অনুরোধ করেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, যেসব আফগানকে ফেরত পাঠানো হচ্ছে, তারা একটি বিপর্যস্ত অঞ্চলে যাচ্ছে।
তালেবান সরকারের তথ্য মতে, ভূমিকম্পে প্রায় দেড় হাজার নিহত ও চার হাজার আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
পাকিস্তান গত চার দশকেরও বেশি সময় ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। কিন্তু সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি হামলার অভিযোগ তুলে ইসলামাবাদ ২০২৩ সালে ফেরত পাঠানোর অভিযান শুরু করে। চলতি বছরে চার লাখের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে।
জাতিসংঘের মতে, বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে দাতাদের সাহায্য অপরিহার্য, যার মধ্যে পাকিস্তানের সহায়তাও গুরুত্বপূর্ণ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.