09/07/2025 মাথায় ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে বাইডেন, নতুন করে জনগণের মাঝে উদ্বেগ
মুনা নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৮
মাথায় ব্যান্ডেজ নিয়েই দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় দেখা যায় তাকে। এ সময় তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়। যা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করে। এক ভিডিওতে ৮২ বছর বয়সি এ প্রবীণ নেতাকে সবার সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগে তার মুখপাত্র জানান— ক্যান্সার কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
তিনি জানান, বাইডেন মোহস সার্জারি করিয়েছেন। এটি মূলত এমন একটি অস্ত্রোপচার, যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যানসার পুরোপুরি বের করে নেয়া হয়। সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষতও দেখা যায়।
এর আগে, ২০২৩ সালে বাইডেনের বুকের ক্যান্সারাক্রান্ত ত্বকের ক্ষত সারানো হয়েছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালেই। যদিও প্রেসিডেন্ট হওয়ার আগেও ত্বকের কিছু ক্যানসার অপসারণ করিয়েছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারির পর থেকে বাইডেন খুব একটা জনসম্মুখে আসছেন না। এড়িয়ে চলছেন জনসভাও।
উল্লেখ্য, বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই ও চিকিৎসার প্রচারণায় কাজ করে আসছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.