09/09/2025 ক্যান্সারের নতুন ভ্যাকসিন আবিষ্কার করল রাশিয়া
মুনা নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৫
ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA ) ঘোষণা করেছে, রাশিয়ান বিজ্ঞানীরা একটি নতুন ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছেন যা এখন ক্লিনিকাল ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ান সংবাদ সংস্থা তাস -এর এক প্রতিবেদন অনুসারে, এফএমবিএ প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই ঘোষণা দেন।
জানা গেছে, ক্যানসারের টিকার নাম এন্টারোমিক্স। কোভিড -১৯ ভ্যাকসিনের মতো ক্যানসারের টিকাও mRNA প্রযুক্তিতে তৈরি হয়েছে। দুর্বল ভাইরাস ব্যবহার করার পরিবর্তে, mRNA ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।
বিজ্ঞানী ভেরোনিকা এই অভিনব আবিষ্কার নিয়ে জানিয়েছেন, ক্যানসারের ভ্যাকসিন এন্টারোমিক্স বহু বছরের গবেষণার ফসল। তিন বছর এটি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যেও ছিল। যে ট্রায়ালে দেখা গিয়েছে, ভ্যাকসিনটি বারবার প্রয়োগ করলেও নিরাপদ এবং অত্যন্ত কার্যকর। কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরন অনুযায়ী টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে বা ধীর গতিতে বেড়েছে। এমনকি যে প্রাণীদের উপর টিকাটি প্রয়োগ করা হয়েছিল তারাও সুস্থ ভাবেই বেঁচে রয়েছে।
জানা যাচ্ছে, এই ভ্যাকসিনের প্রধান লক্ষ্য হবে বৃহদান্ত্রের ক্যান্সারকে নির্মূল করা। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা (একটি দ্রুত-বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার) এবং কিছু ধরনের মেলানোমা (একটি গুরুতর ত্বকের ক্যান্সার), যার মধ্যে চোখে আক্রমণকারী ওকুলার মেলানোমাও রয়েছে, সেই সবের ভ্যাকসিন তৈরির কাজও এগোচ্ছে।
ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ১০ম পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামে এই ঘোষণাটি করা হয়, যেখানে ৭৫টিরও বেশি দেশ থেকে ৮,৪০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.