09/09/2025 তাইওয়ান নিয়ে সমালোচনা করায় জাপানের আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা বেইজিং-এর
মুনা নিউজ ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪
তাইওয়ান, হংকং এবং বিতর্কিত দ্বীপপুঞ্জের মতো বিষয়গুলোতে ‘ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেয়ার’ দায়ে চীনে জন্মগ্রহণকারী হেই সেকিকে টার্গেট করে সোমবার চীন প্রথমবারের মতো জাপানি এক আইনপ্রণেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। টোকিও এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে।
পূর্ব চীন সাগরে উভয় দেশই দাবি করে এমন দ্বীপপুঞ্জ নিয়ে টোকিও’র সাথে বেইজিংয়ের বিরোধ চলমান এবং স্পর্শকাতর রাজনৈতিক বিষয়গুলোতে বিদেশী সমালোচনাকে হস্তক্ষেপের কাজ বলে মনে করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, একজন জাপানি নাগরিক সেকি ‘মিথ্যা তথ্য ছড়িয়েছেন, জাপানি চীন-বিরোধী শক্তির সাথে যোগসাজশে এবং ইচ্ছাকৃতভাবে চীনকে আক্রমণ এবং কলঙ্কিত করেছেন।’
লিন বলেছেন, ‘নিজের স্বার্থে সেকি তার শিকড় ভুলে গেছেন। তার বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। চীন-বিরোধী শক্তির সাথে যোগসাজশে সমস্যাকে উস্কে দিয়েছেন।’
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যক্তিগত গৌরবের জন্য পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা করলে কেবল আত্মঘাতী পরিণতিই ঘটবে।’
উচ্চকক্ষের সদস্য এক-চীন নীতি লঙ্ঘন করেছেন, যা তাইওয়ানকে বেইজিংয়ের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.