09/10/2025 বাংলাদেশের আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল
মুনা নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৭
বাংলাদেশের আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব আসলেও সেটি বাতিল করা হয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাবে গত ২৪ আগস্ট সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
এ নিয়ে গত ৪ সেপ্টেম্বর নিউজ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা হয়। অবশেষে প্রস্তাবটি বাতিল করার কথা জানালেন অর্থ উপদেষ্টা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.