09/12/2025 ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন কংগ্রেস এমপি শশী থারুর
মুনা নিউজ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের জয়কে কংগ্রেস সাংসদ শশী থারুর ‘উদ্বেগজনক লক্ষণ’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে প্রধান দলগুলোর প্রতি ‘ক্রমবর্ধমান হতাশার’ লক্ষণ হিসেবে দেখেছেন।
তিনি ভারতকে সতর্ক করে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ফলাফল কী হবে? নয়াদিল্লি কি জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোকাবিলা করবে? শশী থারুর এমন মন্তব্য উঠে এসেছে বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে।
প্রতিবেদনে জানানো হয়, সামাজিকমাধ্যমে এক পোস্টে কংগ্রেস সাংসদ ও সাবেক কূটনীতিক শশী থারুর উল্লেখ করেছেন যে, ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয় বরং জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন কারণ তারা দেখেছেন যে, দলটি দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসন থেকে মুক্ত।
উল্লেখ্য, ডাকসুর নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স) এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ১৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে নয়টিতে জয়লাভ করেছেন, যার মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) অন্তর্ভুক্ত রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.