09/15/2025 পরমাণু নিরস্ত্রীকরণ মানবে না উত্তর কোরিয়া
মুনা নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫২
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘অপরিবর্তনীয়’ বলে জানিয়েছেন দেশটির জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মিশন।
সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে তারা গ্রাহ্য করে না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিয়েনায় জাতিসংঘ দফতর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে- উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারিত এবং এখন এটি অপরিবর্তনীয়।
পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের চাপকে ‘উসকানিমূলক’ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করেছে। তারা বলেছে, পারমাণবিক অস্ত্রই দেশকে পারমাণবিক হুমকি থেকে রক্ষার ‘অবশ্যম্ভাবী বিকল্প’।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.