09/17/2025 ২৩ সেপ্টেম্বর থেকে ওমানে শুরু হচ্ছে হজ নিবন্ধন
মুনা নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৬
ওমানের ধর্মীয় বিষয়ক ও ওয়াক্ফ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের হজ পালনের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ এবং চলবে ৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
মন্ত্রণালয় জানায়, সমস্ত আবেদন শুধুমাত্র তাদের অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে ডিজিটালি জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় কোনো প্রকার সরাসরি উপস্থিতি বা কাগজপত্রের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
হজে অংশগ্রহণে আগ্রহীদের অবশ্যই বৈধ ওমানি জাতীয় পরিচয়পত্র, স্বাস্থ্য সনদ, এবং আবশ্যকীয় টিকাদানের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনকারীদের সৌদি আরবের হজ সংক্রান্ত সব নিয়মনীতি মেনে চলতে হবে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন বা অনানুষ্ঠানিক কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.