09/18/2025 ডিজিটাল লেনদেন বাংলাদেশের কোটি কোটি টাকা সাশ্রয় করতে পারে
মুনা নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৬
লেনদেনের জন্য এখন প্রায় সব মানুষই নগদ টাকার ব্যবহার করেন। এ জন্য প্রতিবছর সরকারের খরচ হয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই খরচ বাংলাদেশের জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশ। এখন টাকার ব্যবহারের জন্যই বছরে মাথাপিঁছু খরচ হয় ৯ হাজার ৯৩৮ টাকা।
বুধবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী সেমিনারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। লিড ব্যাংক হিসেবে এর আয়োজন করে ব্র্যাক ব্যাংক।
সেমিনারে গ্রাহকদের জন্য দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে যদি ক্যাশলেস লেনদেন হতো তাহলে সরকারের খরচ কমে দাঁড়াতো মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকায়। এটি জিডিপির মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। ক্যাশলেস ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ টাকার ব্যবহার ২৮ দশমিক ৫ শতাংশ ব্যয়বহুল বলে সেমিনারে জানানো হয়।
দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে আরও জানানো হয়, ক্যাশলেস লেনদেন যেমন তাৎক্ষণিক করা যায়, তেমনি এটি নিরাপদ, ব্যয় সাশ্রয়ী। তাই দেশে শতভাগ লেনদেন ক্যাশলেস করতে পারলে রাষ্ট্রের বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয়ী হবে। এ জন্য আগামী ১০ বছরের মধ্যে অন্তত ৯৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই কর্মসূচিতে সেমিনার, আলোচনা, প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এগুলো ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে অংশগ্রহণ করেন ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ। এর আগে সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী এই কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের নানান দিক নিয়ে সেশন পরিচালনার পাশাপাশি গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা, ক্যাম্পেইন ও রোড-শো অনুষ্ঠিত হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.