10/14/2025 দলে দলে ইসরায়েলিদের দেশত্যাগ, এক বছরে দেশান্তর হয়েছেন ৭৯ হাজার জন
মুনা নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১
গাজা উপত্যকায় তেল আবিবের চলমান যুদ্ধের কারণে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গত বছর প্রায় ৭৯ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেশি। তুর্কি গণমাধ্যম আনাদোলু এই প্রতিবেদন প্রকাশ করেছে।
সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (সিবিএস) অনুসারে, ইসরায়েলের জনসংখ্যা প্রায় ১ কোটি ১ লাখ ৪৮ হাজারে পৌঁছেছে, যার বৃদ্ধির হার ১.০ শতাংশ মাত্র।এই জনসংখ্যার প্রায় ৭৮ লাখ ৫৮ হাজার জন ইহুদি (৭৮.৫ শতাংশ), প্রায় ২১ লাখ ৩০ হাজার আরব (২১.৫ শতাংশ) এবং প্রায় ২ লাখ ৬০ হাজার বিদেশি নাগরিক।
এই সংখ্যার মধ্যে পূর্ব জেরুজালেমের প্রায় ৪ লাখ ফিলিস্তিনিও রয়েছে, যেটি ইসরায়েল ১৯৬৭ সালে দখল করে এবং ১৯৮০ সালে একতরফাভাবে এটি নিজেদের ভূখণ্ডের সাথে সংযুক্ত করে নেয়। যদিও এই পদক্ষেপের স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।
সিবিএস জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলে আনুমানিক ১ লাখ ৭৯ হাজার শিশু জন্মগ্রহণ করেছে, আর প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে।এতে বলা হয়েছে, প্রায় ২৫ হাজার নতুন অভিবাসী ইসরায়েলে এসেছেন এবং ৫ হাজার জন পারিবারিক পুনর্মিলন কর্মসূচির অধীনে প্রবেশ করেছেন।
এছাড়াও, পূর্বে বিদেশে চলে যাওয়া প্রায় ২১ হাজার ইসরায়েলি দেশে ফিরে এসেছেন, আর প্রায় ৭৯ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন।সরকারি পরিসংখ্যান মতে, ২০২৩ সালে, প্রায় ৫৫,৩০০ ইসরায়েলি বিদেশে চলে যান, আর প্রায় ২৭ হাজার দেশটিতে ফিরে এসেছিলেন।
অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় তেল আবিবের চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলির সাথে উত্তেজনা বেড়েছে, যেখানে ৬৫,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে।
ইসরায়েল জুনে ইরানের বিরুদ্ধেও যুদ্ধ শুরু করে, লেবানন ও সিরিয়ায় প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে এবং দখলকৃত পশ্চিম তীরেও সামরিক হামলা চালাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.