09/24/2025 অ্যান্টিফা-কে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বামপন্থী অ্যান্টিফা আন্দোলনকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করার একটি আদেশে স্বাক্ষর করেছেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডানপন্থী চার্লি কার্কের হত্যার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
অ্যান্টিফা মূলত ‘ফ্যাসিবাদবিরোধী’ শব্দের সংক্ষিপ্ত রূপ, যা ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিবাম গোষ্ঠীগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়।
সোমবার ট্রাম্পের আদেশে অ্যান্টিফাকে উগ্রবাদী, নৈরাজ্যবাদী উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সংগঠনটি স্পষ্টভাবে সরকারের পতনের জন্য সরাসরি আহ্বান জানিয়ে আসছে এবং ‘সহিংসতা ও সন্ত্রাসবাদকে’ ব্যবহার করছে।
নির্দেশে আরো বলা হয়েছে, ‘আইনসম্মত রাজনৈতিক কার্যকলাপ দমন x আইনের শাসনকে বাধাগ্রস্ত করার জন্য উপরে উল্লিখিত রাজনৈতিক সহিংসতার ধরন বিবেচনা করে, আমি অ্যান্টিফাকে দেশীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করছি।’
এছাড়াও, ট্রাম্পের এই নির্দেশ অ্যান্টিফা ও তাদের সমর্থনে কাজ করা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
ডানপন্থী কর্মী চার্লি কার্ক গত ১০ সেপ্টেম্বর একটি ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত হওয়ার পর ট্রাম্প বামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে আসছেন।
কর্তৃপক্ষ হত্যার অভিযোগে সন্দেহভাজন বন্দুকধারী ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে অভিযুক্ত করেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.