09/24/2025 সম্প্রচারে ফিরছে ‘জিমি কিমেল লাইভ’ , হতাশ ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০
ছয় দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে সম্প্রচারে ফিরছে ‘জিমি কিমেল লাইভ’। রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে উপস্থাপক জিমি কিমেলের মন্তব্যের পর ট্রাম্প প্রশাসনের হুমকির মুখে ডিজনি মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের এই টেলিভিশন অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।
এই অনুষ্ঠান বন্ধ করার পর বোধ হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এবিসির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। তবে এবার তাঁকে হতাশ হতে হচ্ছে।
‘জিমি কিমেল লাইভ’ রাতের বেলা প্রচার করা একটি কৌতুক অনুষ্ঠান। ১৫ সেপ্টেম্বর প্রচারিত অনুষ্ঠানে জিমি কিমেল বলেছিলেন, ‘মাগা (এমএজিএ) গ্যাং চার্লি কার্কের হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে।’
সেই রাতের অনুষ্ঠানে কিমেলের করা আরও কয়েকটি মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডান কারও কিমেলের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, এবিসির এই উপস্থাপক সম্ভবত সবচেয়ে অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি ডিজনির প্রতি জিমি কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এরপর এবিসি কর্তৃপক্ষ ‘অনির্দিষ্টকালের জন্য’ এই কমেডিয়ানের অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দেয়। তাঁকেও সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান বন্ধ ও কিমেলকে সরিয়ে দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।
এ নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠান আবার সম্প্রচার শুরুর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ জানানোর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ট্রাম্প নিয়মিত তাঁর ও তাঁর প্রশাসনের সমালোচনাকারী সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়ে থাকেন।
গতকাল সোমবার ‘জিমি কিমেল লাইভ’ আবার সম্প্রচারে ফেরানোর ঘোষণা দিয়ে ডিজনির পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের দেশের জন্য একটি আবেগময় পরিস্থিতিতে উত্তেজনার আগুন আরও ছড়িয়ে পড়া এড়াতে এবিসি নেটওয়ার্কের এই মধ্যরাতের কৌতুক অনুষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ, আমাদের মনে হয়েছিল, কিমেলের কিছু মন্তব্য “অসময়ে বলে ফেলা বা সংবেদনশীল ছিল।”’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গত কয়েক দিন এ নিয়ে জিমির সঙ্গে গভীরভাবে আলোচনার পর আজ থেকে শোটি আবার সম্প্রচারে আনার সিদ্ধান্তে পৌঁছেছি।’
এ বিষয়ে জানা আছে এমন দুজন বলেন, ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব আইগার ও ডিজনি এন্টারটেইনমেন্টের সহপ্রধান ডানা ওয়ালডেন এ সপ্তাহান্তে কিমেলের সঙ্গে কথা বলেছেন।
এবিসি নেটওয়ার্কের মালিকদের চাপে বা যুক্তরাষ্ট্রে সব ধরনের গণমাধ্যম ও যোগাযোগব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চাপে পড়ে নয়; বরং বিনোদন সংস্থার স্বার্থকে প্রাধান্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
আজকের অনুষ্ঠানেই কিমেল বিষয়টি মিটমাট করে ফেলবেন বলেও আশা করা হচ্ছে। তবে কিমেল বা তাঁর প্রতিনিধিরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.