09/28/2025 মিশিগানে মুনা হ্যামট্রামেক চ্যাপ্টারের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯
মুনা’র হ্যামট্রামেক চ্যাপ্টারের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর মিশিগান চ্যাপ্টারের ডেট্রয়েট অফিসে এক কর্মী শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।
চ্যাপ্টার সভাপতি জনাব শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ বদরুজ্জামানের সঞ্চালনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র ন্যাশনাল প্রকাশনা সম্পাদক মাওলানা খাইরুল হাসান রফিক। তিনি তার আলোচনায় ইসলামী দাওয়াহ কার্যক্রম এবং সংগঠিতভাবে সমাজে গঠনমূলক অবদান রাখার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি নর্থ জোনের ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর জনাব কুরবানী সানী চৌধুরী কর্মীদের দক্ষতা উন্নয়ন ও সংগঠনের কার্যকর পরিচালনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বৈঠকের শুরুতে দারসে কুরআন পেশ করেন ডেট্রয়েটের আল-ফালাহ মসজিদের খতিব হাফেজ রায়হান উদ্দিন। তিনিও কুরআনের আলোকে কর্মীদের দায়িত্ববোধ ও নিষ্ঠা সম্পর্কে তাফসিরভিত্তিক আলোচনা উপস্থাপন করেন।
এছাড়াও আলোচনা পর্বে অংশ নেন ডেট্রয়েট চ্যাপ্টারের সভাপতি জনাব শফিকুল ইসলাম এবং সিডিআর মসজিদের ইমাম নেছার উদ্দিন আহমদ। তারা মুনার দাওয়াহ কার্যক্রমের বিস্তার, কমিউনিটির মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা এবং তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে প্রশিক্ষণভিত্তিক ও দাওয়াহমুলক উদ্যোগগুলোকে আরও কার্যকর করে তোলার ওপর জোর দেন এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.