09/28/2025 নিউ ইয়র্কে ৯৯ বছরের বৃদ্ধের উপর হামলা ও ডাকাতি
মুনা নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩
নিউ ইয়র্ক সিটিতে ৯৯ বছরের এক বৃদ্ধকে মারধর করে ২০ হাজার ডলার লুটের ঘটনা ঘটেছে। এবিসি নিউজ জানিয়েছে, ম্যানহাটনের ওয়াশিংটন হাইটসের অডুবন অ্যাভিনিউতে সোমবার এ ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়, মারধর ও অর্থ লুটে জড়িতকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বৃদ্ধ একটি আবাসিক ভবনের প্রবেশ দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন।
এমন সময় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এগিয়ে এসে বৃদ্ধকে পাকড়াও করে।
পরে গলায় আগ্নেয়াস্ত্র তাক করে ভবনের ভেতরে একটি অফিসে বৃদ্ধকে নিয়ে যায় দুর্বৃত্ত। সেখান থেকে ২০ হাজার ডলার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারী।
হামলায় ভুক্তভোগীর হাতের দুটি আঙুল ভেঙে যায় বলে জানায় পুলিশ।
মারধরের শিকার বৃদ্ধকে নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান/কলাম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।
সন্দেহভাজনকে খুঁজে পেতে স্থানীয় জনসাধারণের সহায়তা চেয়েছে এনওয়াইপিডি।
বাহিনীটি জানায়, সন্দেহভাজনকে সর্বশেষ কালো স্কি মাস্ক, কালো দস্তানা, ধূসর রঙের সুয়েটার, কালো সোয়েটপ্যান্ট ও সাদা স্নিকার্স পরা অবস্থায় দেখা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.