10/14/2025 ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর তহবিল স্থগিত করেছে হোয়াইট হাউস
মুনা নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৫ ১৮:৪১
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর জন্য বরাদ্দকৃত ২৬ বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করেছে। শাটডাউন কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেন তিনি।
স্থগিত প্রকল্পের মধ্যে রয়েছে নিউইয়র্কের সাবওয়ে ও বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ ১৮ বিলিয়ন ডলার এবং ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ ১৬টি অঙ্গরাজ্যে সবুজ জ্বালানি খাতে ৮ বিলিয়ন ডলার।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেন, শাটডাউন কয়েক দিন পেরিয়ে গেলে আরো সরকারি কর্মী ছাঁটাই করা হতে পারে।
এ বছরের ডিসেম্বরে অন্তত ৩ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল প্রশাসন। এর আগে কোনো শাটডাউনে স্থায়ীভাবে কর্মী ছাঁটাই হয়নি।
শাটডাউন নিয়ে বুধবার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘কোটি কোটি ডলার সাশ্রয় করা সম্ভব।’
এবারের শাটডাউনে বৈজ্ঞানিক গবেষণা, আর্থিক তদারকিসহ নানা কার্যক্রম স্থগিত হয়েছে।
প্রায় ৭ লাখ ৫০ হাজার ফেডারেল কর্মীকে কর্মবিরতিতে পাঠানো হয়েছে। সেনা সদস্য ও বর্ডার প্যাট্রোল কর্মকর্তাদের কাজ চালিয়ে যেতে হলেও তাদের বেতন বন্ধ রয়েছে।
ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, জাতীয় কবরস্থানে দাফন কার্যক্রম চলবে, তবে নতুন সমাধি ফলক বসানো বা ঘাস কাটা বন্ধ থাকবে।
পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস অভ্যন্তরীণ চিঠিতে জানিয়েছে, তাদের ১৪ হাজার কর্মীর মধ্যে ১ শতাংশকে ছাঁটাই করা হবে।
হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেন, নিউইয়র্কে ট্রানজিট ও বন্দর প্রকল্পে অর্থায়ন বন্ধ হয়ে গেলে হাজারো মানুষ বেকার হয়ে পড়বে।
সেনেটের ডেমোক্রেট মাইনরিটি লিডার চাক শুমার অভিযোগ করেন, ‘ট্রাম্প সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুর মতো ব্যবহার করছেন। এটি দেশের সঙ্গে ব্ল্যাকমেইল।’
এদিকে, রিপাবলিকান সিনেটর থম টিলিস সতর্ক করে বলেন, নিউইয়র্কের অবকাঠামো প্রকল্প বন্ধ করলে সমঝোতায় পৌঁছানো আরও কঠিন হয়ে পড়বে।
তবে রিপাবলিকান সিনেট লিডার জন থুন এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘সরকার খুলে দেওয়ার পক্ষে ভোট দিন, তাহলেই সমস্যার সমাধান। বিষয়টা খুবই সহজ।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.