10/14/2025 ট্রাম্পের ছবি খচিত ১ ডলারের কয়েন তৈরির পরিকল্পনা করছে ট্রেজারি বিভাগ
মুনা নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫ ২০:৪৮
আগামী বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উদযাপন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে অভিনব পরিকল্পনা করছে দেশটির ট্রেজারি বিভাগ। উভয় দিকেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের কয়েন তৈরি করার কথা ভাবছে তারা।
এই মুদ্রার প্রথম খসড়া প্রকাশ করা হয়েছে। একদিকে ট্রাম্পের মুখায়ব এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দগুলো লেখা। তার নিচে ১৭৭৬-২০২৬ সাল খচিত। মুদ্রার অন্য দিকে বিদ্রোহী চেহারার ট্রাম্পকে তার মুষ্টি উঁচিয়ে থাকতে দেখা যাচ্ছে। ২০২৪ সালে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি যে ভঙ্গিতে ছিলেন এটি সেই প্রতিরূপ। এই পাশে গোলাকারভাবে লেখা ‘ফাইট ফাইট ফাইট ফাইট’। ট্রাম্প সেই হামলার ঠিক পরে তার সমর্থকদের উদ্দেশ্যে তা বলেছিলেন। মুদ্রাটি দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মোচনের কথা ভাবা হচ্ছে।
মুদ্রার এ স্কেচের বিষয়ে মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ বলেছেন, এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং ট্রাম্পকে সম্মান জানিয়ে এই খসড়াগুলো আসল। যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনে সৃষ্ট অচলাবস্থা শেষ হলে শিগগিরই আরও কিছু প্রকাশ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তার নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে বিচের বার্তাটি পুনরায় পোস্ট করেছেন। ট্রেজারি মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, বার্ষিকী উদযাপনের জন্য এক ডলার মুদ্রার চূড়ান্ত নকশা এখনো নির্বাচিত হয়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.