10/14/2025 ট্রাম্পকে শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো
মুনা নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৮:১২
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত সাতটি যুদ্ধ থামানোর দাবি করেছেন এবং বিনিময়ে তিনি চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। তবে নোবেল কমিটি তাকে গ্রাহ্য করেনি এবং পুরস্কারটি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদোর হাতে।
তবে নোবেল কমিটি যে ভুল করেছে, তা মারিয়া সঠিকভাবে পরিস্কার করেছেন। তিনি প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্পকেই শান্তি পুরস্কার উৎসর্গ করেন। মারিয়া বলেন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার জনগণ, ল্যাটিন আমেরিকা এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর নির্ভর করে। তিনি আরও বলেন, এই পুরস্কার তিনি দেশের জনগণকেও উৎসর্গ করছেন এবং একই সাথে ট্রাম্পকেও তার লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য উৎসর্গ করছেন।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে ৯৪টি ছিল বিভিন্ন সংগঠনের জন্য। তালিকায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল। তবে শেষ পর্যন্ত নোবেল কমিটি এই পুরস্কারটি ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে প্রদান করেছে।
কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস জানান, ভেনেজুয়েলার বিরোধী দল এক সময়ে দ্বিধাবিভক্ত ছিল, কিন্তু মারিয়া তাদের একত্রিত করতে পেরেছেন। তিনি অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিতে কাজ করেছেন, যার জন্য তাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.