10/16/2025 ভারতীয় বিশেষজ্ঞের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন প্রতিরক্ষা নথি ফাঁসের অভিযোগ
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫ ১৮:৫৯
যুক্তরাষ্ট্রে বসে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন বিশিষ্ট ভারতীয় বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভারতীয় বিশেষজ্ঞ পররাষ্ট্র দপ্তরে উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে ১ হাজার পৃষ্ঠারও বেশি গোপন প্রতিরক্ষা তথ্য 'অবৈধভাবে ধরে রাখার' অভিযোগ আনা হয়েছে।
ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগানের এক বিবৃতি অনুসারে, একটি ফেডারেল তদন্তের পর কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো এবং টাটা চেয়ার ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসিকিউটররা অভিযোগ করেছেন, প্রতিরক্ষা-সম্পর্কিত নথিপত্র 'অননুমোদিতভাবে দখল বা ধরে রাখা' নিষিদ্ধ থাকলেও টেলিস এই ধারাটি লঙ্ঘন করেছেন।
অ্যাটর্নি হ্যালিগান বলেন, টেলিস তাদের তদন্তের অংশ হিসেবে নিরাপদ স্থান থেকে গোপন নথিগুলো সরিয়ে ফেলেছিলেন এবং চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন।
তিনি আরও বলেন, এই মামলায় অভিযোগগুলো আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য গুরুতর ঝুঁকির বহন করে।
মার্কিন আইন অনুসারে, দোষী সাব্যস্ত হলে টেলিসকে দশ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
ফক্স নিউজের এক প্রতিবেদন অনুসারে, বিচার বিভাগ জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত টেলিস পররাষ্ট্র দপ্তরের একজন অবৈতনিক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন এবং প্রতিরক্ষা দপ্তরের (সম্প্রতি যুদ্ধ বিভাগ নামকরণ করা হয়েছে) নেট অ্যাসেসমেন্ট অফিসের একজন ঠিকাদারও ছিলেন।
ফক্স নিউজের উদ্ধৃতি দেওয়া আদালতের নথি অনুসারে, টেলিস ২০০১ সালে পররাষ্ট্র দপ্তরে কাজ শুরু করেন।
মিডিয়া রিপোর্টে উদ্ধৃত আদালতের নথি অনুসারে, তার ভার্মন্টের বাসভবনে তল্লাশির সময় কর্তৃপক্ষ 'সর্বাধিক গোপন' এবং 'গোপন' লেখা এক হাজারেরও বেশি পৃষ্ঠার নথি খুঁজে পেয়েছে।
ফেডারেল প্রসিকিউটররা দাবি করেছেন, টেলিস ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর গোপন নথি ছাপিয়েছিলেন। এতে সামরিক বিমানের সক্ষমতা সম্পর্কে তথ্য ছিল। গত কয়েক বছর ধরে তিনি চীনা সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
টেলিসকে দীর্ঘদিন ধরে দক্ষিণ এশীয় নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক বিষয়ক ওয়াশিংটনের অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়।
তিনি রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী এবং কৌশলগত পরিকল্পনা ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সিনিয়র পরিচালক হিসেবে জাতীয় নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.