10/16/2025 অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু হয়েছে সমুদ্রে পণ্য পরিবহনগুলোতে
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫ ১৯:২৮
যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজের ওপর অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করেছে। খেলনা থেকে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেল– সব ধরনের পণ্যবাহী জাহাজের ওপরই এই ফি প্রযোজ্য হবে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র আকার নিচ্ছে।
রয়টার্সের খবর অনুসারে, গত সপ্তাহে চীন তাদের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক তিন গুণ পর্যন্ত বাড়ানোর হুমকি দেন। তবে সপ্তাহান্তে উভয় পক্ষই কিছুটা শান্তভাবে প্রতিক্রিয়া জানায়। তারা জানিয়েছে, দুই দেশের আলোচক দলের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এবং সমাধানের পথ খোঁজা হচ্ছে।
চীন জানায়, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, পরিচালিত বা নিবন্ধিত জাহাজের ওপর এই বিশেষ ফি আদায় শুরু হয়েছে। তবে চীনে নির্মিত জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে। এ ছাড়া খালি জাহাজ যেগুলো মেরামতের জন্য চীনা শিপইয়ার্ডে ঢুকবে, তারাও ফি থেকে মুক্ত থাকবে। এই ফি প্রতি যাত্রায় প্রথম বন্দরে অথবা বছরে প্রথম পাঁচটি যাত্রার জন্য প্রযোজ্য হবে, যা প্রতিবছর ১৭ এপ্রিল থেকে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্র চলতি বছর ঘোষণা দেয়, চীনা মালিকানাধীন বা পরিচালিত জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপ করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.