10/17/2025 ভেনেজুয়েলায় সিআইএ’র গুপ্ত অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
দেশে দেশে সরকার বদলানোর ঘটনা ঘটলেই নাম আসে যুক্তরাষ্ট্রের। বিশেষ করে দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি-সিআইএ-কে সব সময় দাঁড় করানো হয় কাঠগড়ায়।
এবার ভেনেজুয়েলায় গুপ্ত অভিযান চালানোর জন্য এই সংস্থাটিকে অনুমতি দেওয়া হয়েছে। আর এই অনুমতি দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া ভেনেজুয়েলায় স্থল সামরিক অভিযানের বিষয়টি চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এতে ওয়াশিংটন-কারাকাসের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ নিয়ে ট্রাম্প বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।
সেখানে তার কাছে সিআইএ-র গুপ্ত অভিযান অনুমোদনের বিষয়ে জানতে চাওয়া হয়। তখন এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের মাটিতে মাদকের প্রবাহ ঠেকাতে তার দেশ-বিদেশের মাটিতেও অ্যাকশন নেবে। ট্রাম্প তার প্রথম মেয়াদেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে টার্গেট করেছিলেন। এখন নতুন করে আবারও মাদুরোকে চেপে ধরতে চাইছেন ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.