10/19/2025 যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি
মুনা নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫ ২১:৩৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। আগামী মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরকালে এটি সই হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন মতে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সাবেক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের সময় একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা চলছে। তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।
প্রতিবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র-কাতার প্রতিরক্ষা চুক্তির অনুরূপ হবে। কাতারের সঙ্গে এক চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, কাতারের ওপর যেকোনো সামরিক হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের হত্যার লক্ষ্যে ইসরাইলি বিমান হামলার পর ওই চুক্তি সই হয়।
পররাষ্ট্র দফতর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি। তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
একইভাবে পররাষ্ট্র দফতর, হোয়াইট হাউজ ও সৌদি সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। গত মাসে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব।
রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। কাতারে ইসরাইলের হামলার পর আঞ্চলিক কূটনৈতিক হিসাব পরিবর্তনের ঠিক এক সপ্তাহ পর এই চুক্তি হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.