10/23/2025 নাসার শণ ডাফিকে 'ডামি' বলে আখ্যায়িত করলেন এলন মাস্ক
মুনা নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ২০:৪৯
স্পেসএক্সের সিইও এলন মাস্ক মঙ্গলবার নাসার অন্তর্বর্তীকালীন প্রশাসক শণ ডাফির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। মাস্ক অভিযোগ করেছেন, ডাফি অন্য কোম্পানিকে চাঁদে মানব নিয়ে যাওয়ার প্রকল্পে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসাকে বিপদে ফেলতে চাইছেন।
একটি পোস্টে মাস্ক বলেন, "শণ ডামি নাসাকে হত্যা করতে চাইছে!" তিনি শণ ডাফির উদ্দেশে এই মন্তব্য করেন, যিনি যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার ডাফি ঘোষণা করেন যে, নাসা চাঁদে মানুষ পাঠানোর জন্য নতুন দরপত্র আহ্বান করবে। তিনি স্পেসএক্সের স্টারশিপ রকেটের উন্নয়নে দেরির কথা তুলে ধরে বলেন, "আমি স্পেসএক্সকে ভালোবাসি। এটা একটি দুর্দান্ত কোম্পানি। তবে সমস্যাটা হলো তারা পিছিয়ে গেছে। তারা তাদের সময়সীমা বাড়িয়ে ফেলেছে এবং আমরা চীনের সঙ্গে একটি মহাকাশ দৌড়ে আছি।"
নাসার আর্টেমিস প্রোগ্রাম চাঁদে মানুষের ফিরে যাওয়ার লক্ষ্যে কাজ করছে, যেখানে চীন তাদের নিজস্ব অভিযানে ২০৩০ সালের মধ্যে প্রথম ক্রু মিশনের পরিকল্পনা করছে।
এরই মধ্যে, নাসা আর্টেমিস ৩ মিশনটি ২০২৭ সালের মধ্যবর্তী সময়ে আয়োজন করার পরিকল্পনা করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, স্পেসএক্সের রকেটের জন্য এখনো বেশ কিছু জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করা বাকি।
ডাফি পরবর্তীতে এক্স-এ (পূর্বে টুইটার) বলেছেন, "আমরা চীনের সঙ্গে একটি মহাকাশ দৌড়ে আছি, তাই আমাদের চাঁদে দ্রুত পৌঁছানোর জন্য সেরা কোম্পানিগুলোর প্রয়োজন।" তিনি এছাড়াও জেফ বেজোসের ব্লু অরিজিনের নাম উল্লেখ করেন এবং অন্যান্য কোম্পানির সম্ভাব্য দরপত্রের কথা জানান।
এদিকে, মাস্ক তার পোস্টে পাল্টা মন্তব্য করে বলেন, "স্পেসএক্স মহাকাশ শিল্পের বাকি অংশের তুলনায় অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।" তিনি আরও বলেন, "স্টারশিপ পুরো চাঁদ মিশনটি সফলভাবে সম্পন্ন করবে। আমার কথা মনে রাখবেন।"
এখন, নাসার স্থায়ী নেতৃত্ব নিয়ে চাপ সৃষ্টি হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে ব্যবসায়ী জ্যারেড আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে মনোনীত করেছিলেন, যিনি মাস্কের ঘনিষ্ঠ বন্ধু। তবে মে মাসে হোয়াইট হাউস আচমকা তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়, এর পরপরই মাস্ক ও ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। মিশ্র সংবাদে জানা গেছে, ট্রাম্প আবারো আইজাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে বিবেচনা করছেন, আর ডাফি নাসার পদে থাকতে চান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.