10/23/2025 তাপমাত্রা বৃদ্ধির কারনে আইসল্যান্ডে প্রথমবার দেখা গেল মশা
মুনা নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ ২১:৩১
এই বসন্তে রেকর্ড-ভাঙা উষ্ণতা অনুভব করার পর প্রথমবারের মতো আইসল্যান্ডে মশার সন্ধান পাওয়া গেছে। এর আগে আইসল্যান্ড ছিল বিশ্বের হাতেগোনা দুটি মশামুক্ত অঞ্চলের মধ্যে একটি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে পতঙ্গপ্রেমী বজর্ন জ্যালটাসন মথ পর্যবেক্ষণের জন্য ওয়াইন ভেজানো দড়ি ব্যবহার করার সময় কয়েক রাত ধরে এই মশাগুলোর দেখা পান।
জ্যালটাসন দুটি স্ত্রী মশা এবং একটি পুরুষ মশা খুঁজে পান, যা পরে কুলি সেটা অ্যানুলাটা প্রজাতি হিসেবে নিশ্চিত করা হয়।
এই প্রজাতিটি হলো এমন কয়েকটি প্রজাতির মধ্যে একটি, যা সফলভাবে শীতকাল কাটিয়ে বেঁচে থাকতে পারে।
এই আবিষ্কারের আগে, আইসল্যান্ড আংশিকভাবে এর শীতল জলবায়ুর কারণে বিশ্বের মাত্র দুটি মশামুক্ত আশ্রয়স্থলের মধ্যে একটি ছিল। অন্য মশামুক্ত অঞ্চলটি হলো অ্যান্টার্কটিকা।
মশাগুলো আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি হিমবাহ উপত্যকা কিওসে পাওয়া যায়।
আইসল্যান্ডের গণমাধ্যম অনুসারে, জ্যালটাসন তার এই আবিষ্কারের খবর স্থানীয় বন্যপ্রাণীর ফেসবুক পেজে ছবিসহ প্রকাশ করেন এবং সেগুলোকে ‘লাল ওয়াইন ফিতায় একটি অদ্ভুত মাছি’ বলে বর্ণনা করেন।
সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম যে এটি এমন কিছু যা আমি আগে কখনো দেখিনি। শেষ দুর্গটি মনে হচ্ছে ভেঙে পড়েছে।’
জ্যালটাসন পতঙ্গগুলোকে চিহ্নিত করার জন্য আইসল্যান্ড ইনস্টিটিউট অব ন্যাচারাল হিস্টরিতে পাঠান।
সেখানে পতঙ্গবিজ্ঞানী মাথিয়াস আলফ্রেডসন তার সন্দেহ নিশ্চিত করেন।
আলফ্রেডসন সিএনএনকে জানান, প্রজাতিগুলো ইউরোপ এবং উত্তর আফ্রিকার কিছু অংশে সাধারণ হলেও, তারা কিভাবে আইসল্যান্ডে পৌঁছল তা স্পষ্ট নয়।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ জানিয়েছে, আইসল্যান্ডের শীতল জলবায়ু এবং মশা বংশবৃদ্ধি করতে পারে এমন স্থির জলের অভাব—এই দুটি বিষয়ই দেশটির মশামুক্ত থাকার প্রধান কারণ ছিল।
কিন্তু এই বছর, দেশটি উচ্চ তাপমাত্রার একাধিক রেকর্ড ভেঙেছে।
আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে, সাধারণত মে মাসে তাপমাত্রা খুব কমই ২০ ডিগ্রি সেলসিয়াসে বেশি হয় এবং তাপমাত্রা বাড়লেও তা দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হয় না।
তবে এই বছর দেশটির বিভিন্ন অংশে টানা ১০ দিন ধরে এই মাত্রা অতিক্রম করেছে।
আলফ্রেডসন জানান, মশার প্রজাতিটি ‘সত্যিই আইসল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে কিনা’ তা দেখার জন্য বসন্তে আরো পর্যবেক্ষণের প্রয়োজন হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.