11/02/2025 যা হওয়ার হয়েছে, নির্বাচনের দিকে এগিয়ে চলুন: ফখরুল
মুনা নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫ ১৯:৪১
দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতাও প্রকাশ করেন। জোনায়েদ সাকিকে পাশে নিয়ে মির্জা ফখরুল বলেন,
জোনায়েদ সাকির সাথে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝেছিলাম, সে আসলেই পরিবর্তন করতে চায়।
এই ব্যক্তিগত মন্তব্য করার পরপরই তিনি জাতীয় ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের মানুষ পরাজয় বরণ করে না এবং সরকার ও কমিশন যে সংকট তৈরি করেছে, তা কেটে যাবে।
মির্জা ফখরুল সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান , মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।
সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যা হওয়ার হয়েছে গেছে, সমস্যা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে চলুন। জনগণের কাছে যেতে পারি, সেই ব্যবস্থা করুন।’
তিনি সরকারকে স্মরণ করিয়ে দেন, এই সংকট থেকে বেরিয়ে আসার দায়িত্ব তাদেরই। তিনি বলেন, ‘অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও থাকব। কিন্তু যে অবস্থা তৈরি করেছেন, তা থেকে আপনাদেরই বেরিয়ে আসতে হবে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.