11/02/2025 ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র ও ভারত
মুনা নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৫ ১৯:১৮
১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এ চুক্তি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ কথা জানান।
এক্সে হেগসেথ লিখেছেন, এ চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে।
গতকাল কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর হেগসেথ এ ঘোষণা দেন। কুয়ালালামপুরে চলছে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলন। তারই এক ফাঁকে রাজনাথ সিং ও হেগসেথের মধ্যে বৈঠকটি হয়।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়েছে, রাজনাথ সিং এক্স পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হেগসেথের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন।
রাজনাথ সিং লিখেছেন, ‘কুয়ালালামপুরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস-ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ নামের ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করেছি। এর মধ্য দিয়ে আমাদের প্রতিরক্ষা খাতে বিদ্যমান দৃঢ় সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে। প্রতিরক্ষা রূপরেখা চুক্তিটি ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের পুরো ক্ষেত্রে নীতিগত দিকনির্দেশনা দেবে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.