11/04/2025 জাতীয় নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা : ড. আ ফ ম খালিদ হোসেন
মুনা নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫ ১৯:৩৪
আগামী বছরের বিশ্ব ইজতেমা (২০২৬) ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে। এরই মাঝে জানা গেল নতুন খবর। পূর্ব ঘোষণা মতে, এবারের (৫৯তম) বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার সেটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভোটের পর সুবিধাজনক সময়েই বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।’ অর্থাৎ নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় নতুন তারিখ ঘোষণা করা হবে।
এই প্রেক্ষাপটে তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ে নেজাম) পক্ষ থেকে আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সেখানে এবারের ইজতেমা সম্পর্কিত বিস্তারিত দিকনির্দেশনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংগঠনটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হিসেবে পরিচিত। এবার নির্বাচন ঘিরে সময়সূচি পরিবর্তন হলেও আয়োজনটি পরবর্তীকালে বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.