11/04/2025 সবচেয়ে ভারী উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা
মুনা নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৫ ২১:০৭
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রোববার তাদের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস-০৩ উৎক্ষেপণ করেছে। উপগ্রহটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এটি ভারতের সমুদ্র নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
শ্রীহরিকোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আজ দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে বিকেল ৫টা ২৬ মিনিটে সিএমএস-০৩ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমাদের মহাকাশ সেক্টর আমাদের গর্বিত করে চলেছে’। ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয় মহাকাশচারী চাঁদে পাঠানোর লক্ষ্য ঘোষণা করেছেন তিনি।
ইসরো গত বৃহস্পতিবার জানিয়েছে, প্রায় ৪ হাজার ৪১০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটি সে দেশের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ।
ভারতের নৌবাহিনী জানিয়েছে, উপগ্রহটি জাহাজ, বিমান, সাবমেরিনের মধ্যে নিরাপদ যোগাযোগ সুরক্ষিত করতে সাহায্য করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.