11/05/2025 'প্রকৃতি-সংযুক্ত' দেশ হিসেবে নেপাল শীর্ষস্থানে
মুনা নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫ ২০:১৬
এক নতুন সমীক্ষায় প্রকৃতির সঙ্গে মানসিক ও মনস্তাত্ত্বিক সংযোগের দিক থেকে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশ হিসেবে নেপাল শীর্ষস্থান অর্জন করেছে, অন্যদিকে স্পেন রয়েছে তালিকার একেবারে শেষে।
শনিবার প্রকাশিত এই সমীক্ষার তথ্য অনুসারে, ৬১টি দেশের মধ্যে পরিচালিত এই তালিকায় যুক্তরাজ্য ৫৫তম এবং বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।
‘অ্যাম্বিও’ নামক জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৬১টি দেশের ৫৭ হাজার মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। এতে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক বিষয়গুলো প্রকৃতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে কীভাবে প্রভাবিত করে, তা মূল্যায়ন করা হয়েছে। তালিকায় নেপালের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।
এরপর যথাক্রমে রয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নাইজেরিয়া। তালিকার একেবারে শেষে স্পেনের অবস্থান। যুক্তরাজ্যের পাশাপাশি নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি, ইসরায়েল ও জাপানও নিচের দিকে স্থান পেয়েছে। শীর্ষ দশের মধ্যে ইউরোপের একমাত্র দেশ হিসেবে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া স্থান পেয়েছে। ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে ফ্রান্সের অবস্থান ১৯তম।
ব্রিটিশ ও অস্ট্রিয়ার শিক্ষাবিদদের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। গবেষক দলে ছিলেন ডার্বি বিশ্ববিদ্যালয়ের ‘নেচার কানেক্টেডনেস’ বিষয়ের অধ্যাপক মাইলস রিচার্ডসন। সমীক্ষায় দেখা গেছে, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিশ্বাস প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক তৈরির ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রভাবক হিসেবে কাজ করে।
এর বিপরীতে, বিশ্বব্যাংকের ‘ব্যবসা করার সহজ সুযোগ’ সূচকে এগিয়ে থাকা দেশগুলোতে প্রকৃতির সঙ্গে সংযোগ কম দেখা গেছে। অর্থাৎ, যেসব দেশের অর্থনীতি বাজার-বান্ধব বা ব্যবসা-কেন্দ্রিক, সেখানে মানুষের সঙ্গে প্রকৃতির মানসিক সংযোগ দুর্বল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.