11/06/2025 শাটডাউনে খাদ্য সংকটে বহু পরিবার, সহায়তায় এগিয়ে এসেছে মুনা সোশ্যাল সার্ভিসেস
মুনা সাংগঠনিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
সরকারি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যেসব পরিবার সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল ছিল, তারা এখন মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি অনেকেই চাকরি হারিয়ে ভাড়া ও সন্তানদের স্কুলের বেতন দিতে হিমশিম খাচ্ছেন।
বুধবার শাটডাউন ইতিহাসের দীর্ঘতম সময় অতিক্রম করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালের ৩৫ দিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। প্রশাসন সতর্ক করেছে যে, এই পরিস্থিতি চলতে থাকলে আমেরিকান নাগরিকদের সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে।
বর্তমানে বিমান চলাচল নিয়ন্ত্রক, ফেডারেল পার্ক রেঞ্জারসহ প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীর অনেকে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন বা বেতন ছাড়াই কাজ করছেন। এর মধ্যে ৬০ হাজারেরও বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) কর্মকর্তা বিনা বেতনে দায়িত্ব পালন করছেন।
এই সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র অঙ্গ সংগঠন মুনা সোশ্যাল সার্ভিসেস অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে।

৬ নভেম্বর সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কারো সহায়তার প্রয়োজন হলে ওয়েবসাইটের (www.munassinc.org) মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানান কর্তৃপক্ষ। এছাড়া সামর্থবানদেরও সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সোর্স : ফেসবুক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.