11/10/2025 মসজিদে হামলার ষড়যন্ত্রের অভিযোগে ২ ব্যক্তির ফাঁসি দিল সৌদি সরকার
মুনা নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ১৯:১৮
সৌদি আরবে মসজিদে হামলার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার অপরাধে দুজন সৌদি নাগরিকের ফাঁসি দিয়েছে সরকার। দেশটির শাসনকর্তা সংস্থার গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
অভিযোগে বলা হচ্ছে তারা নিরাপত্তা বাহিনী ও তাদের অবকাঠামোর ওপরও হামলার পরিকল্পনা করেছিল।
সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ রোববার জানিয়েছে, মসজিদে হামলা করার পরিকল্পনা ও সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার দায়ে আজ দুজন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সরকারি সূত্র বলেছে, অভিযুক্তরা শুধুই মসজিদেই হামলা পরিকল্পনা করেনি। তারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের অবকাঠামোতেও আক্রমণের পরিকল্পনা করেছিল। তবে ঠিক কোথায় এবং কখন ওই হামলার চেষ্টা করা হবার ছিল, তা প্রকাশ করা হয়নি।
সৌদি আরবে রাজনৈতিক দল বা সশস্ত্র সংগঠন গঠন ও তাতে যোগ দেওয়া নিষিদ্ধ। সরকারবিরোধী বিক্ষোভও অনুমোদিত নয়। এসব নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পাওয়া যায়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সৌদিতে মৃত্যুদণ্ড দেওয়া এবং তা কার্যকর করার হার তুলনামূলকভাবে বেশি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.