12/20/2025 পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করল ইসরাইল
মুনা নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫ ২৩:২২
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইহুদিদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইসরাইলি কর্তৃপক্ষ ইব্রাহিমি মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে হেবরনের ওল্ড সিটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
স্থানীয় মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই ইসরাইলি সেনারা ওল্ড সিটিতে যাওয়ার সব তল্লাশিচৌকি বন্ধ করে দেয়; ফলে কেউ সেখানে ঢুকতে বা বের হতে পারছেন না। এতে বহু ফিলিস্তিনি নিজেদের ঘরে ফিরতে না পেরে শহরের অন্যান্য এলাকায় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের জানান, অবৈধভাবে বসতি স্থাপনকারী কয়েক শ ইহুদি দুই দিন ধরে ওল্ড সিটিতে শোভাযাত্রা করেছেন, যা ইসরাইলি সেনারা নিরাপত্তা দিয়ে পরিচালনা করেছে। এসব শোভাযাত্রার সময় ইহুদিদের পক্ষ থেকে উত্তেজনামূলক স্লোগানও দেওয়া হয়।
জাবেরের আশঙ্কা, পরিকল্পিতভাবে কারফিউ জারি করে ইসরাইল ইব্রাহিমি মসজিদের পুরো কমপ্লেক্স দখল করে তা সিনাগগে রূপান্তর করতে চাইছে। তিনি বলেন, মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেওয়ার মাধ্যমে সেই লক্ষ্যের দিকেই অগ্রসর হচ্ছে ইসরাইল।
ইহুদিরা শুক্রবার ও শনিবার ‘সারার ডে’ নামের উৎসব পালন করেছে, যা হেবরনে তাদের ঐতিহাসিক উপস্থিতি স্মরণে উদযাপিত হয়। ইব্রাহিমি মসজিদ অবস্থিত ওল্ড সিটি পুরোপুরি ইসরাইলি নিয়ন্ত্রণে, যেখানে প্রায় ৪০০ ইহুদি অবৈধভাবে বসতি গড়ে তুলেছে। তাদের নিরাপত্তায় মোতায়েন আছেন দেড় হাজারের বেশি ইসরাইলি সেনা।
১৯৯৪ সালে এক ইহুদি বসতিস্থাপনকারী মসজিদের ভেতরে ২০ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যার পর ইসরাইল কমপ্লেক্সটি ভাগ করে দেয়—৬৩ শতাংশ ইহুদিদের জন্য, আর ৩৭ শতাংশ মুসলমানদের জন্য। প্রতিবছর ইসরাইল ১০ দিন মসজিদটি মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ রাখে, যাতে ইহুদিরা তাদের উৎসব পালন করতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.