যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা বানচালের চেষ্টা করছেন জেলেনস্কি, অভিযোগ রাশিয়ার

মুনা নিউজ ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২

ফাইল ছবি ফাইল ছবি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইউক্রেন ‘বানচাল’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কোর দাবি, চলতি সপ্তাহে কিয়েভ যে খসড়া জমা দিয়েছে তা ওয়াশিংটনের সাথে রাশিয়ার আলোচনার বিষয়বস্তু থেকে ‘সম্পূর্ণ আলাদা’।

শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এখন আমাদের কাজ এবং তা অন্য পক্ষের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে।’

তিনি আরো বলেন, ‘কিয়েভ এবং তাদের সহায়তাকারীরা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যারা এই চুক্তির পক্ষে নয় তারা বর্তমান আলোচনা ভণ্ডুল করার প্রচেষ্টা জোরদার করেছে।’

যুক্তরাষ্ট্রের পরিকল্পনার নতুন সংস্করণ নিয়ে আলোচনার জন্য আগামী রোববার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রিয়াবকভ সতর্ক করে বলেন, ‘এই সঙ্কটের মূলে থাকা সমস্যাগুলোর যথাযথ সমাধান ছাড়া কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো একেবারেই অসম্ভব।’

তিনি স্পষ্ট জানান, যেকোনো চুক্তিতে পৌঁছাতে হলে গত আগস্টে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের বৈঠকে নির্ধারিত ‘সীমার’ মধ্যে থাকতে হবে। অন্যথায় কোনো সমঝোতা সম্ভব নয়।

রাশিয়ান এই মন্ত্রী আরো বলেন, ‘ইউক্রেনের বর্তমান প্রস্তাবটি গত ডিসেম্বরের শুরু থেকে মার্কিন পক্ষের সাথে মিলে আমাদের তৈরি করা ২৭ দফা প্রস্তাব থেকে সম্পূর্ণ ভিন্ন।’

জেলেনস্কির প্রকাশিত নতুন ২০ দফা পরিকল্পনা অনুযায়ী, বর্তমান যুদ্ধক্ষেত্র বা ফ্রন্ট লাইন স্থগিত করার কথা বলা হয়েছে। তবে ইউক্রেন তাদের পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে পারে, যেখানে একটি বেসামরিক বা নিরস্ত্রীকরণ বাফার জোন তৈরি করা সম্ভব হবে।



আপনার মূল্যবান মতামত দিন: