ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শোক বার্তায় জানিয়েছে, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আরও বলা হয়, তার নেতৃত্ব বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: