মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র

মুনা নিউজ ডেস্ক | ৩ জানুয়ারী ২০২৬ ২০:৪০

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনিজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ না নেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার রুবিওর সাথে ফোনে কথা বলার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি।

সিনেটর লি বলেন, ‘মাদুরো যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনিজুয়েলায় আর কোনো পদক্ষেপ নেয়ার আশা তিনি (রুবিও) করেন না।’

লি আরো বলেন, ‘যারা গ্রেফতারি পরোয়ানা কার্যকরে কাজ করছিলেন তাদের সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের হামলাগুলো চালানো হয়েছে।’

এর আগে, সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে সিনেটর লি বলেছিলেন, ‘আমি অধীর আগ্রহে এটা জানতে অপেক্ষা করছি যে, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না নেয়া, সাংবিধানিকভাবে এই পদক্ষেপকে ন্যায্যতা দিতে পারে কিনা।’

উল্লেখ্য, শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনিজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, তাকে স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: