Photo : Collected
বাংলাদেশে নিযুক্ত নতুন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে শপথ নিয়েছেন।
শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। একটি দেশ যেটিকে আমি ভালোভাবে জানি। আমি ঢাকায় দূতাবাসের এক শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।
নতুন এই রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
শনিবার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
পোস্টে বলা হয়, “বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।”
আপনার মূল্যবান মতামত দিন: