ছবি: সংগৃহীত
সিনেটে অর্থায়ন চুক্তি পাস হওয়া সত্ত্বেও শেষ রক্ষা হলো না; আংশিক শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাত থেকে সরকারি অর্থায়নে এই স্থগিতাদেশ কার্যকর হয়। গত এক বছরের মধ্যে এটি সরকারের দ্বিতীয় শাটডাউন।
বিবিসি জানিয়েছে, সিনেট অধিকাংশ দপ্তরের জন্য সেপ্টেম্বর পর্যন্ত বাজেট বরাদ্দ করলেও 'হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট' (DHS)-এর জন্য মাত্র দুই সপ্তাহের তহবিল রাখা হয়েছে। মূলত মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই নাগরিক নিহতের ঘটনায় ডেমোক্র্যাটদের কঠোর অবস্থানের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। সিনেট নেতা চাক শুমার স্পষ্ট জানিয়েছেন, আইসিই (ICE) কর্মকর্তাদের গোপন পুলিশি তৎপরতা বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
যদিও এবারের শাটডাউন গত বছরের ৪৩ দিনের দীর্ঘ অচলাবস্থার মতো ভয়াবহ হওয়ার সম্ভাবনা কম, তবুও হোয়াইট হাউস ইতিমধ্যেই পরিবহন, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শাটডাউন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। সোমবার প্রতিনিধি পরিষদের অধিবেশনে এই সংকটের স্থায়ী সমাধানের আশা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আপনার মূল্যবান মতামত দিন: