ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস : সংগৃহীত ছবি
                                    
পশ্চিম তীর ‘অধিকৃত নয়’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের বসতি স্থাপনের ‘সক্ষমতা’ থাকা উচিত মনে করেন তিনি। ১৭ জুলাই, সোমবার ইসরাইলকে সমর্থনকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরাইলে (সিইউএফআই) দেয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলপন্থি হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে তিনি ইসরাইলকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।
রন ডিস্যান্টিস বলেন, ‘জুডিয়া ও সামারিয়া দখল করা ভূমি নয়। বিতর্কিত এ ভূমির ওপর ইসরাইলের সবচেয়ে জোরালো দাবি রয়েছে।’
‘জুডিয়া ও সামারিয়াতে নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে,’ যোগ করেন তিনি।
এর আগেও ইসরাইল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন ফ্লোরিডার এই গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগেও তিনি ইসরাইলের প্রতি নিজের সমর্থনের কথা বলেছেন।
গত বছরের নভেম্বর রন ডিস্যান্টিস বলেছিলেন, পশ্চিম তীর ‘অধিকৃত নয়, বিতর্কিত’।
সূত্র : আল-জাজিরা
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: