সংগৃহীত ছবি
                                    
যুক্তরাষ্ট্র গ্যাবনের সেনাবাহিনীর প্রতি বেসামরিক শাসন রক্ষার আহ্বান জানিয়েছে। একইসাথে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর বিতর্কিত নির্বাচনের জেরে প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করায় উদ্বেগও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।  আফ্রিকার দেশ গ্যাবনে ৩০ আগস্ট বুধবার অভ্যুত্থানের মাধ্যমে সেনা বাহিনী ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিও মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা দায়ীদের মুক্তি দিতে, সরকারের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একইসাথে বেসামরিক শাসন রক্ষার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, গ্যাবনের একের পর এক ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং আমরা সামরিক দখল ও অসাংবিধানিক ক্ষমতা হস্তান্তরের ঘোর বিরোধী।
এদিকে গ্যাবনে সেনা অভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন নেতা হিসেবে জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমার-এর নাম ঘোষণা করা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো তার বাড়ি থেকে একটি ভিডিও বার্তায় সবার সামনে আসেন এবং তিনি তার ‘সারা বিশ্বের বন্ধুদের’ তার পক্ষে ‘সরব হওয়ার’ আহ্বান জানান।
একসময়ে ফরাসি উপনিবেশে থাকা গ্যাবন আফ্রিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। বঙ্গোর ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে তার পরিবারের ৫৫ বছরের ক্ষমতার অবসান হয়েছে। বুধবার ভোররাতে সেনা কর্মকর্তারা টিভিতে উপস্থিত হয়ে তাদের ক্ষমতা গ্রহণের কথা জানান।
বঙ্গো পরিবারের প্রতি গ্যাবনের জনগণের দীর্ঘকাল ধরে তীব্র অসন্তোষ ছিল। টানা ৫৫ বছর ধরে এই পরিবারটি দেশটিকে শাসন করেছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিসহ আরো নানা বিষয় নিয়ে দেশটিকে ঘিরে জনগণের অসন্তোষ বাড়ছিল।
এদিকে জাতিসঙ্ঘ, আফ্রিকান ইউনিয়ন এবং ফ্রান্স এই অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে। উল্লেখ্য, আফ্রিকার অন্য একটি দেশ নাইজারেও গত এক মাস আগে সেনা অভ্যুত্থান ঘটে।
সূত্র : দ্য হিল
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: