টেক্সাসের স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলে বিস্ফোরণে : সংগৃহীত ছবি
                                    টেক্সাসে একটি হোটেলে বিস্ফোরণে অন্তত ২১ জন আহত হয়েছেন। শহরের কেন্দ্রস্থলে স্যান্ডম্যান সিগনেচার ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন হোটেলে এ ঘটনা ঘটে। খবর সিএনএন। গতকাল ৮ জানুয়ারি, সোমবার বিকালে বিকট শব্দে বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে। ওই সময় হোটেলের কিছু অংশ ভেঙে সড়কে আবর্জনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় স্বাস্থ্যসেবা পরিষেবার এক মুখপাত্র জানান, বিস্ফোরণে অন্তত ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক ও গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
ফোর্ট ওয়ার্থ ফায়ার বিভাগের মুখপাত্র ক্রেইগ ট্রোজাসেক জানান, তাদের ধারণা এ বিস্ফোরণের পেছনে কোনো ধরনের গ্যাস থাকতে পারে। সিটি হল ও শহরের কনভেনশন সেন্টারের কাছাকাছি থাকা ওই হোটেলে কারণ অনুসন্ধানে কাজ করছেন তদন্তকারীরা।
বিস্ফোরণের ঘটনায় বেশকিছু মানুষ বেসমেন্টে আটকে পড়েন। তাদের উদ্ধারে কাজ করছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা, জানান মুখপাত্র। এছাড়া স্যান্ডম্যান হোটেলের এক রেস্টুরেন্টের তিন কর্মচারী আহত হয়েছেন।
হোটেলে নির্মাণকাজ চলছে, সেখান থেকে বিস্ফোরণ ঘটতে পারেও অনুমান করা হচ্ছিল বলে জানান ট্রোজাসেক।
ওই এলাকা থেকে প্রায় এক ব্লক দূরে অবস্থিত দ্য অ্যাশটন হোটেলে অবস্থানরত একজন নারী জানান, বিস্ফোরণটি বড়সড় আতশবাজির শব্দের মতো শোনাচ্ছিল। বিস্ফোরণের পর হোটেলে দুইবার তল্লাশি চালানো হয়। ওই সময় ২৬টি কক্ষে অতিথি ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ আহতদের পাশে থাকার আশ্বাস দেয়ার পাশাপাশি তদন্তে সাহায্য করার কথা জানিয়েছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: