স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মেয়রকাস : সংগৃহীত ছবি
                                    যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন ক্যাবিনেট মন্ত্রীকে ইমপিচের রেজ্যুলেশন পাশ করলো প্রতিনিধি পরিষদ। এক সপ্তাহ আগে তা পাশে ব্যর্থ হলেও রিপাবলিকানরা সর্বশক্তি নিয়োগের মধ্যদিয়ে ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেনের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি তথা স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মেয়রকাসকে ইমপিচের বিল পাশ হয় ২১৪-২১৩ ভোটে। ডেমক্র্যাটদের একজনও পক্ষে ভোট দেননি।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা সুরক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দেয়ার অভিযোগ উত্থাপন করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই রিপাবলিকানরা বাইডেনের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীকে অপদস্থ করতে মরিয়া হয়ে উঠেছিলেন বলে ডেমক্র্যাটরা অভিযোগ করেছেন।
এদিকে রেজ্যুলেশন পাশের সংবাদে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘অসাংবিধানিক নির্লজ্জ আচরণের জন্যে রিপাবলিকানদের কখনোই ইতিহাস ক্ষমা করবে না, কারণ রিপাবলিকানরা রাজনৈতিক মতলব হাসিলের অভিপ্রায়ে একজন সম্মানীত সরকারী কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে।’
ইউএস সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমক্র্যাটিক পার্টির নেতা সিনেটর চাক শ্যুমার উল্লেখ করেছেন, প্রতিনিধি পরিষদে পাশ হওয়া বিলটির অনুমোদন কখনোই সিনেটে পাওয়া যাবে না। কারণ, ইতিমধ্যেই রিপাবলিকান পার্টির বিবেকসম্পন্ন বেশ কয়েকজন সিনেটর ঐ রেজ্যুলেশনের কঠোর সমালোচনা করেছেন।
উল্লেখ্য, সিনেটের অনুমোদন ব্যতিত প্রতিনিধি পরিষদের কোন ইমপিচমেন্ট-রেজ্যুলেশন কার্যকর হয় না।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: