প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি
                                    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে। তার আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি ‘খুবই বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৫ মার্চ মঙ্গলবার বাইডেন এই সতর্কতা উচ্চারণ করেন।
গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে।
যুদ্ধবিরতির বিষয়টি এখন হামাসের হাতে, এমন মন্তব্য করে বাইডেন সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলিরা সহযোগিতা করছে। প্রস্তাবটি যৌক্তিক। তারা কয়েক দিনের মধ্যে এ বিষয়ে জানতে পারবেন। তবে যুদ্ধবিরতি দরকার।
বাইডেন আরও বলেন, “রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি এই পরিস্থিতি রমজানেও চলতে থাকে, ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুব খুব বিপজ্জনক হতে পারে।”
এদিকে, গাজায় দ্বিতীয়বারের মতো প্লেন থেকে ত্রাণসহায়তা ফেলেছে আমেরিকান সামরিক বাহিনী।
মিত্র ইসরায়েলকে বাইডেন বলেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনও অজুহাত চলবে না।
ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘ।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে, এএফপি
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: