সংগৃহীত ছবি
                                    তারকা অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ বলেছেন, তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অধ্যয়ন করেছেন এবং এটিকে 'খুবই স্পষ্ট' বলে অভিহিত করেছেন।
আল আরাবিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে উইল স্মিথ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সরলতাকে পছন্দ করি। আর কোরআন খুবই স্পষ্ট একটি গ্রন্থ। এর সারমর্মও ছিল খুবই সুন্দর ও পরিষ্কার। তাই এটি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই।’
গত বছরের রমজান মাসে কোরআন শরীফ পড়েছিলেন বলে উল্লেখ করে অস্কার বিজয়ী এই হলিউড তারকা বলেন, ‘আমি আধ্যাত্মিকতা পছন্দ করি। গত দুই বছর আমি কঠিন সময় পার করেছি। এ সময় আমি অন্যান্য ধর্মীয় গ্রন্থের সঙ্গে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ারও সিদ্ধান্ত নেই।’
উইল স্মিথ জানান, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। সর্বশেষ কোরআন অধ্যয়নের পর তাওরাত ও বাইবেলের মধ্যে মিল খুঁজে পেয়ে তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেন, ‘আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, এগুলোর মধ্যে কত মিল।’
কোরআনে বারবার হযরত মুসার (আ.) কথা উল্লেখ করা হয়েছে উল্লেখ করে স্মিথ বলেন, ‘তার কাহিনিগুলো আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এর আগে আমি ইবরাহিমের (আ.) বংশের বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাইনি। কিন্তু কোরআন অধ্যয়নের দ্বারা আমি হযরত ইবরাহিম ও তার বংশধর ইসহাক (আ.) ও ইসমাইলের (আ.) বিষয়টি আমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। অনুধাবনের এই বিষয়টি ছিল খুবই সুন্দর একটি অভিজ্ঞতা।’
হলিউড সুপারস্টার উইল স্মিথ এখন সৌদি আরব সফর করছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশ ও সেসব দেশের সংস্কৃতিকে নিয়ে নিজের ভালোবাসার কথা বলেছেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি মজা করে বলেছেন, আমার মনে হয় আমার পূর্বের জীবনে জিন ছিলাম। আর এখন আমি আমার নিজের বাড়িতেই রয়েছি। উল্লেখ্য, উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে জিন চরিত্রে অভিনয় করেছিলেন।
তারকা অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ বলেছেন তিনি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অধ্যয়ন করেছেন এবং এটিকে 'খুবই স্পষ্ট' বলে অভিহিত করেছেন। উইল স্মিথ হলিউড সুপারস্টার পবিত্র কোরআন
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: